
জসিম উদ্দিন রাহমানী।
সন্ত্রাস বিরোধী মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কথিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী।
সোমবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। জসিম উদ্দিন রাহমানী বরগুনার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘মুফতি জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাস বিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করেন তার বড় ভাই আব্দুল খলিল, আব্দুল জলিল, আইয়ুব আলী এবং শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্য অনুসারীরা।
২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় রবিবার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
মুফতি জসীম উদ্দিন রাহমানীর দাবি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল নেই। এটা শেখ হাসিনার তৈরি করা।
এম হাসান