ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

অস্বাভাবিক জোয়ারের পানিতে আক্রান্ত অসহায় পরিবারের মাঝে 

ভোলায় নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা 

প্রকাশিত: ১৫:৫৬, ২৬ আগস্ট ২০২৪

ভোলায় নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

পানিতে আক্রান্ত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা। 

অস্বাভাবিক জোয়ারের পানিতে গত কয়েক দিন ধরে প্লাবিত ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাঁধের বাইরে থাকা ও নিম্নাঞ্চলের অসহায় দুর্ভোগে থাকা পানিতে আক্রান্ত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা। 

আজ রবিবার বিকালে ভোলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পানির কারণে দুর্ভোগে থাকা পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় তাদের হাতে ত্রাণ সামগ্রীর চাল, চিরা, চিনি, ঔষধ স্যালাইন ও পানির প্যাকেট তুলে দেয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ভোলা জেলার কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল আল মামুন, সহ- কন্টিনজেন্ট লে: কমান্ডার সাদ সাজলিন শুভ, ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
 

তাসমিম

×