ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

হালুয়াঘাটে দেয়ালে আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:০৮, ৯ আগস্ট ২০২৪

হালুয়াঘাটে দেয়ালে আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা

আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহের হালুয়াঘাটে দেয়ালে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) বিকালে পৌর শহরের  বিভিন্ন জায়গায় এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শহর ঘুরে দেখা গেছে, পৌর শহরের উপজেলা পরিষদ, থানা সহ বিভিন্ন  দেয়ালে শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছেন। পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, দেয়ালে যেই ভাষা ফুটে উঠেছে, সেটা প্রতিবাদের ভাষা। যে ভাই ও বোনেরা রক্ত দিয়েছে তাদের স্মরণে এই কর্মসূচি। পাশাপাশি সুন্দর, সাম্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার প্রাথমিক ধাপ এই কর্মসূচির অংশ। সন্ধ্যায় হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা ও জনতার অংশগ্রহণে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এসআর

×