ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

ভোলার চরফ্যাশনের শিবচরে ১৩ জেলেসহ ট্রলার ডুবি

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১১:৩৬, ৩ আগস্ট ২০২৪

ভোলার চরফ্যাশনের শিবচরে ১৩ জেলেসহ ট্রলার ডুবি

নিখোঁজ জেলেদের সন্ধানে কোষ্টগার্ড ও  ট্রলার মালিক অভিযান শুরু করেছে।

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় ১৩ জেলেসহ মাছধরার ট্রলার ডুবে গেছে। অন্য জেলে ট্রলারের সহায়তায় তাৎক্ষণিক ৫ জন উদ্ধার হয়েছে । কিন্তু ট্রলার ডুবির এক দিন পরও নিখোঁজ  ৮ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে কোষ্টগার্ড ও  ট্রলার মালিক অভিযান শুরু করেছে।

শুক্রবার দুপুরে চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলার মালিক রুবেল চৌকিদার সাংবাদিকদের জানান, গত ২৬ জুলাই চরফ্যাসনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩জন মাঝি-মাল্লাসহ তার মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরতে শিবচর এলাকায় যায়। শুক্রবার (২ আগস্ট) দুপুরে শিবচর থেকে ঘটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে উল্টে যায়। 

তাৎক্ষণিক ট্রলার মাঝি মো. দুলালসহ ৫ জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ৮ জন নিখোঁজ রয়েছে।  ডুবে যাওয়া ট্রলারের মাঝি দুলালসহ অন্য একটি ট্রলারে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। নিখোঁজদের মধ্যে তাৎক্ষণিক হুমায়ুন কবির, নুর উদ্দিন ও শাহে আলমের নাম জানা গেছে। 

নিখোঁজ নুর উদ্দিনের  আত্নীয় সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, তার ভগ্নিপতি নুর উদ্দিন, চাচাতো ভাই হুমায়ুন কবির নিখোঁজ আছে। তাদের উদ্ধারের চেস্টা চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধার ও নিখোঁজ জেলেদের সবার বাড়ি চরফ্যাসনের নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে। 

এদিকে কোষ্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে আজ শনিবার সকালে অভিযান শুরু করেছে। তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

 এসআর

×