
মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
মির্জাপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের মাঠে নামতে দেয়নি ছাত্রলীগ। ছাত্রদলের নেতৃত্বে অর্ধশতাধিক আন্দোলনকারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। এ সময় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে শতাধিক কোটাবিরোধী আন্দোলনকারী শ্লোগান দিয়ে মির্জাপুর বাইপাস এলাকায় আসে।
এ খবর জানার পর ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী আন্দোলনকারীদের ধাওয়া করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও তাদের সাথে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।
অন্যদিকে উপজেলার গোড়াই শিল্প এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ অনিকের নেতৃত্বে কোটাবিরোধী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে মহাসড়কে অবস্থান নেয়।
এসআর