ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৮, ৮ জুলাই ২০২৪

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আউটার কমলতলি খাকচর এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা গেছেন। তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আউটার কমলতলি খাকচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মেতিকান্দা স্টেশনের আউটার খাকচরে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হন।

নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

 এসআর

সম্পর্কিত বিষয়:

×