
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ফটো
এক মেয়ের সঙ্গে প্রেম করেছেন দুই বন্ধু বেলাল হোসেন (২০) ও সিরাজুল ইসলাম (২১)। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এরই জের ধরে বন্ধু সিরাজুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বন্ধু বেলাল হোসেনের বিরুদ্ধে। এমন ঘটনার পর অভিযুক্ত বেলাল হোসেনেরও বিশেষ অঙ্গ কাটার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত বেলাল হোসেন কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের মফিজল হকের ছেলে এবং ভুক্তভোগী সিরাজুল ইসলাম পাশের ঘুরিদহ ইউনিয়নের তোতা মিয়ার ছেলে।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন, এক মেয়ের সঙ্গে দুই বন্ধুর সম্পর্ক। এ নিয়েই তাদের দ্বন্দ্ব। মেয়েটি বেলালের নিকটাত্মীয়। ওই মেয়ের সঙ্গে প্রেম করার সময় বেলাল জানতে পারেন সিরাজুলের সঙ্গেও গোপনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলাল ঈদের পরদিন বন্ধু সিরাজুলকে বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে আনেন। তারপর সুকৌশলে তার বিশেষ অঙ্গ কেটে দেন।
এ সময় সিরাজুলের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এসআর