
আকিব।
কক্সবাজারের টেকনাফে ঈদের সালামি না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে ছুরিকাঘাতে আত্মহত্যা করেছে আকিব (১৬) নামে এক কিশোর। সে উপজেলার হোয়াইক্যং ইউপির পশ্চিম মহেশখালিয়া পাড়ার মৃত আব্দুল আজিজের পুত্র। সোমবার (১৭ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন সকালে পিতৃহীন আকিব উল্লাহ মায়ের কাছে ৫ হাজার টাকা ঈদ সালামি দাবি করে। মা এলেম বাহার এক হাজার টাকা দিয়ে বাকি টাকা দিতে নিজের অক্ষমতা প্রকাশ করেন। এতে মায়ের সঙ্গে অভিমান করে সবার অগোচরে চাকু দিয়ে তলপেটে পরপর দুটি আঘাত করে।
পরে তার শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে উখিয়ার পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ কিশোর আকিব উল্লাহ'র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করি। নিহত কিশোরের পেটে চাকুর আঘাত রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
এসআর