
আইএফআইসি ব্যাংক।
বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
ব্যাংকের গ্রাহকরা বলেন, ‘ব্যাংকটির এই শাখা গত তিন বছর ধরে এই মার্কেটে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই শাখার নিরাপত্তাব্যবস্থা তেমন জোরদার ছিল না। রাতে কোনো গার্ড থাকতো না। আজ সকালে এসে জানতে পারি রাতে নাকি ব্যাংকে চুরি হয়েছে। তাদের যে এলার্মিং সিস্টেম সেটিও নাকি গতকাল বন্ধ ছিল।’
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকে কর্মরতরা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকে রাখা সিন্দুক কাটা দেখেতে পেয়ে পুলিশে খবর দেন৷ প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে।’
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, ‘চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ টাকা চুরি হয়েছে।’
এম হাসান