বিয়ের প্রতিশ্রুতিতে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে
গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রতিশ্রুতিতে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২৭ মে) টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
ঘটনায় পর থেকে টঙ্গী সাতাইশ চৌরাস্তা লস্করপাড়ার বাসিন্দা কাইয়ুমের ছেলে অভিযুক্ত আব্দুল করিম অনতু (২২) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বাস করে রাজধানী উত্তরার একটি কলেজে পড়াশোনা করেন।
প্রায় দেড় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে অভিযুক্ত অনতুর সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগীর। পরে প্রায়ই তারা বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। একপর্যায়ে গত ১৭ মে অভিযুক্ত অনতুর বাসায় কেউ না থাকায় ভুক্তভোগীকে বাসায় আসতে বলেন তিনি। বিকেল সাড়ে ৫টায় ওই বাসায় গেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন অনতু।
পরে অভিযুক্ত কথা না রাখায় উপায়ন্তর না পেয়ে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এবি