ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নোয়াখালীতে ৫৫০ টাকার ভাড়া ৮০০ টাকা

প্রকাশিত: ২১:৪১, ১৪ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে ৫৫০ টাকার ভাড়া ৮০০ টাকা

লাল সবুজ পরিবহন।

ঈদ এলেই নোয়াখালীর পরিবহনগুলোর কাছে জিম্মি হয়ে পড়ে সাধারণ যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায় দেখার যেন কেউ নেই। কোনো যাত্রী প্রতিবাদ করলে অপযস্থ-অপমানিত হতে হয় তাকে। প্রশাসন থেকেও নেওয়া হয়না কোনো ব্যবস্থা। 
ঈদে এবার লাল সবুজ পরিবহন নোয়াখালী থেকে ঢাকা ভাড়া আদায় করছে ৮০০ টাকা। অথচ নির্ধারিত মূল্য ৫৫০ টাকা। একই রকমভাবে অতিরিক্ত ভাড়া নিচ্ছে একুশে পরিবহন ও হিমাচল পরিবহনও। লাল সবুজ পরিবহন সোনাপুর কাউন্টারে অতিরিক্ত ভাড়া নিয়ে জানতে চাইলে কোনো সঠিক তথ্য দেয়নি। অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রশাসন জরিমানা করবে এক যাত্রীর এমন কথায় কাউন্টার ম্যানেজার জানান, জরিমানা করার জন্য। 
সাধারণ যাত্রীদের একটাই কথা এসব টাকা যাচ্ছে কোথায়? এর কি কোনো প্রতিকার হবে না?

এম হাসান

×