ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

খুলনায় ব্যতিক্রমী গ্রামীণ বীজ মেলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ২১:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

খুলনায় ব্যতিক্রমী গ্রামীণ বীজ মেলা

বটিয়াঘাটার বাদামতলা বাজার মাঠে বীজমেলা

হারিয়ে যাওয়া দেশীয় জাতের বীজ বিনিময়, প্রদর্শনী ও বিপণনের জন্য মঙ্গলবার খুলনার বটিয়াঘাটার বাদামতলা বাজার মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ বীজমেলা। বৈচিত্র্যময় এ বীজ মেলার প্রত্যেকটি স্টলে ৫০ থেকে চার শতাধিক জাত ও প্রজাতির ফলদ, বনজ ও সবজির স্থানীয় বীজ প্রদর্শিত হয়। 
উন্নয়ন সহযোগী মিজরিওর জার্মানির সহযোগিতায় ৪০টি কৃষক সংগঠনের সমন্বিত জোট মৈত্রী কৃষক ফেডারেশন মেলাটির আয়োজক সহযোগী হিসাবে দায়িত্ব পালন করে। 
মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে ও লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় মেলা শেষে এক আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আবু বকর সিদ্দিক, ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, প্যালেন চেয়ারমান চেয়ারম্যান বিবেক বিশ্বাস, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, কৃষক ফেডারেশন সাধারণ সম্পাদক বিভাস মণ্ডল প্রমুখ।

×