ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পালালেন স্বামী, ফেনসিডিলসহ গ্রেফতার স্ত্রী

প্রকাশিত: ১১:০৩, ২৬ ডিসেম্বর ২০২৩

পালালেন স্বামী, ফেনসিডিলসহ গ্রেফতার স্ত্রী

নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রাজবাড়ীতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই নারীর নাম কেয়া বেগম ( ৩৬ )। 

এ সময় অভযান টের পেয়ে পালিয়ে যান রাজবাড়ী পৌরসভার বিনোদপুর, বিলকিস সরণী এলাকার মো. জব্বার সরদারের ছেলে ও কেয়ার স্বামী মো. ফারুক সরদার (৪০)।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান এ তথ্য জানান।

আরও পড়ুন : সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, রাজবাড়ী সদর থানার দাদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোপিনাথদিয়া গ্রামে মো. হালিম খানের বাড়ির ভাড়াটিয়া কেয়া বেগমকে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় কেয়ার স্বামী মো. ফারুক সরদার সুকৌশলে পালিয়ে যান।

তারা স্বামী-স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। আসামির ভাড়াকৃত বসতবাড়ির ভেতর বিশেষ অবস্থায় লুকানো ছিল ফেনসিডিল। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

টিএস

×