ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা: নেত্রকোনায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৭:৪৫, ২০ ডিসেম্বর ২০২৩

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা: নেত্রকোনায় বিক্ষোভ

মানবন্ধন 

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। বুধবার সকাল ১১টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুও এ মানববন্ধনে যোগ দেন। 

নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের পরিচালনায় মানববন্ধনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অসিত ঘোষ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ হাসান খান অভ্র, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম রোকন, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি রফিকুল ইসলাম খান আপেল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার, সংস্কৃতিকর্মী মোঃ ইছহাক, সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার, সাংবাদিক পল্লব চক্রবর্তী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণালকান্তি চক্রবর্তী, এ্যাডভোকেট উৎপল সরকার প্রমুখ। 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, যারা রাজনীতির নামে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে, বাস-ট্রেন পুড়িয়ে দিচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলে পড়ছে- তারা একাত্তরের প্রেতাত্মা। তারা মানবতাবিরোধী। জনগণ এদেরকে ঘৃণা করে। যে কোনো মূল্যে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদের দ্রæত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকার নিশ্চয়ই তা করবে। 

তিনি উল্লেখ করেন, এরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যত অপচেষ্টা করছে- তার কোনোটাই সফল হবে না। জনগণ ভোট দিয়ে ঠিকই তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে।

মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মা ও তিন বছরের শিশুসহ চারজন মারা যান। এদের মধ্যে তিনজনই নেত্রকোনার। 
 

 

 এসআর

×