ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ওসি আমার থেকে টাকা খেয়েছে, এলাকা ছাড়তে বললেন কাদের

প্রকাশিত: ২১:২৯, ১০ ডিসেম্বর ২০২৩

ওসি আমার থেকে টাকা খেয়েছে, এলাকা ছাড়তে বললেন কাদের

আবদুল কাদের মির্জা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার কাছ থেকে টাকা খেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আর এই ওসির এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন কাদের মির্জা।

রবিবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘এই ওসি বিএনপি-জামায়াত এর কাছ থেকে টাকা খেয়ে কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যড়যন্ত্র করছেন। এই ওসি পুলিশের খরচ আছে বলে আমার কাছ থেকে এক লাখ টাকা খেয়েছেন। তিনি যে আদালতেই যান আমি প্রমাণ দিতে পারবো। আর তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করেন। আমরা ছেড়ে দেব না, সব জানি।’

ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুমি কী? তোমাকেও চিনি, তোমার এসপিকেও চিনি। এসব বন্ধ করো। এসব বন্ধ করো বলে দিচ্ছি। নাহলে নিষ্কৃতি পাবে না। আর ভালো না লাগলে কোম্পানীগঞ্জ ছেড়ে চলে যাও।’

তিনি আরো বলেন, ‘পুলিশ প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু লোক বিএনপি-জামায়াত থেকে টাকা খেয়ে তাদের ধরছে না। এই কোম্পানীগঞ্জের ওসি আমার কাছ থেকেও টাকা নিয়েছেন। এটার প্রমাণ আছে। এটা আমার নেত্রীকে আমি বলবো। মানুষ ঘরে গরু রাখতে পারে না। এটার সাথে পুলিশ কি জড়িত না? পুলিশের কারণে মানুষ রাতে ঘুমাতে পারে না। পুলিশের কারণে সালিশের নামে বাণিজ্য চলছে। দুই পক্ষ থেকে টাকা নিয়ে আর কথা বলে না। মুখ বন্ধ করে রাখে। পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি ডাকাতি, মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করছে।’

বিএনপি-জামায়াতকে কোম্পানীগঞ্জের ওসি ও নোয়াখালীর এসপি উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেন কাদের মির্জা বলেন, ‘ওসি ও এসপি বিএনপি-জামায়াতকে উস্কানি দিয়ে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ অবস্থা চলতে দেয়া যায় না। এটার বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। এরপর যদি সংশোধন না হয় তাহলে আমরা নারী-পুরুষ সবাইকে নিয়ে কোম্পানীগঞ্জে ঝাড়ু মিছিল করবো।’

চুরি ও ডাকাতির সঙ্গে পুলিশ সদস্যরা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘গরু চুরি এগুলো এদের (পুলিশ) কাজ। এরা এগুলার সাথে জড়িত। পুলিশ ধরাও পড়েছে। ধরা পরে নাই? চর এলাহীতে রিকশা চুরি করার সময় ধরা পড়ছে। রিকশা চুরি করার সময় বলরাম নামে একটা হিন্দু ছেলেকে হত্যা করেছে। এটার জন্য পুলিশ দায়ী। কোম্পানীগঞ্জে হরতাল-অবরোধের দিন তারা মাঠে থাকে না। এখানে কয়েকটা থাকে আমাদেরকে পাহারা দেয়ার জন্য। আর কোথাও পুলিশ নাই। আমরা কি এসব সময় অতিক্রম করি নাই? যেসব জায়গায় জামায়াত-বিএনপির লোকজন আছে তাদের পাহারায় সেখানে পুলিশ থাকে দিন-রাত।’

এদিকে কাদের মির্জার অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘ওনার অভিযোগগুলো সত্য নয়। কোম্পানীগঞ্জে পরিস্থিতি তো এখন শান্ত, কোনো সমস্যা তো নেই। এখানে অনর্থক অশান্ত ও অস্থির হওয়ার মতো কিছু তো দেখি না। আমরা আমাদের রুটিন ওয়ার্ক করতেছি। এর বাইরে অতিরিক্ত কিছু করার মানে হয় না। এখানে যেটা রুটিন ওয়ার্ক সেটা করলেই এনাফ এবং ভোট সু্ষ্ঠু ও সুন্দরভাবে হবে।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার