ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বাউফলে এবারও নির্বাচন করছেন আ স ম ফিরোজ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৫২, ৭ ডিসেম্বর ২০২৩

বাউফলে এবারও নির্বাচন করছেন আ স ম ফিরোজ

আসম ফিরোজ ও হাসীব আলম

পটুয়াখালী-২ বাউফল আসন থেকে এ নিয়ে ১০ম বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন আসম ফিরোজ এমপি। এর মধ্যে ৭ বার তিনি এমপি হয়েছে।   জোটের কারণে একবার মনোনয়ন না পেয়ে রিক্সা মার্কা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন। আওয়ামী লীগ সরকারে থাকতে আ স ম ফিরোজ মন্ত্রী হতে না পারলেও একবার জাতীয় সংসদের হুইপ ও একবা চিফ হুইপ হয়েছেন। আ স ম ফিরোজেরে এবারের প্রতিপক্ষ তার দলীয় নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, এভিআর গ্রুপের কর্ণধার হাসীব আলম তালুকদার।

হাসীব আলম তালুকদারের বাবা মরহুম সামসুল আলম তালুকদার ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারসহ  একটি বৃহৎ অংশ  এ নির্বাচনে তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্কও রয়েছে। তার এক ফুফু শেখ কামালারে স্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। তাদের এ সম্পর্ক ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া বিএনপির কিছু সাধারণ ভোটাররাও তাকে পছন্দ করেন।  আ স ম ফিরোজ, হাসীব আলম তালুকদার ছাড়াও এ আসনে আরও তিন প্রার্থী রয়েছেন। তবে তারা নামমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন।

×