ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

উপকৃত হবেন ১০ হাজার কৃষক

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

প্রকাশিত: ২১:০৯, ৭ ডিসেম্বর ২০২৩

উপকৃত হবেন ১০ হাজার কৃষক

খাল খনন উদ্বোধন

বাগেরহাটের রামপালের রাধালীর খাল পুনঃখনন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া-চাকশ্রী এলাকায় খালটির পুনখনন কাজের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। 

এ খাল খননের ফলে ওই এলাকার ৬টি গ্রামের প্রায় ১০ হাজার কৃষক উপকৃত হবেন। এক সময়ের খরস্রোতা এ খালটি বর্তমানে মৃতপ্রায়। খালটি খননের জন্য এলাকাবসীর দীর্ঘ দিনের দাবি ছিল। তাই এই খাল খনন কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

খনন কাজ উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, পরিবেশ-প্রতিবেশ ঠিক রাখার জন্য খাল ও উন্মুক্ত জলাশয়ে পানির প্রবাহ স্বাভাবিক রাখা প্রয়োজন। খননের ফলে সেটি নিশ্চিত হয়। রাধালীর খাল পুনঃখনন হলে এই এলাকার মানুষ উপকৃত হবে।

এ সময় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর মজুমদার, বাইনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আব্দুল্লা ফকির, সোলডার প্রোজেক্ট ম্যানেজার ড. উৎপাল কুমার, বাগেরহাট প্রেসক্লাবের  সাবেক সভাপতি বাবুল সরদার, উত্তোরনের প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন, কমিউনিকেশন কো-অর্ডিনেটর ফাতেমা হালিমা, ডাব্লিউসিএ মিতা রহমান, কৃষক হামিম ফকিরসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

এসআর

×