ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগ সভাপতি

প্রকাশিত: ১৭:১০, ২৯ নভেম্বর ২০২৩

মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগ সভাপতি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম জমা দেন দলের নেতারা। ছবি: জনকণ্ঠ

গোপালগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টায় জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীরা এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

মনোনয়নপত্র জামাদানকালে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর চাচা বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ-সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ-সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, বাগেরহাট-২ আসনের সংসদ-সদস্য শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, বিশেষ সহকারি নাজমা আক্তার ও এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, টুঙ্গীপাড়া মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ পৌর-মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়ার উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ও মেয়র মতিয়ার রহমান হাজরাসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। 

এর আগে নেতৃবৃন্দ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরে নেতৃবৃন্দ দুই ভাগে ভাগ হয়ে দুপুর ১টায় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় সহকারি রিটার্নীং অফিসারের কাছে পৃথকভাবে প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেন। 

একই সময়ে গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ৮-বারের নির্বাচিত সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। তার পক্ষে তারই ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ এবং ছেলে যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্যা ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়সহ বিভিন্ন নেতারা জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের হাতে মনোনয়নপত্র তুলে দেন। 

 

এসআর

×