ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

স্ত্রীর পরকীয়ায় তছনছ মোতালেবের সংসার

প্রকাশিত: ১৫:২৮, ২ অক্টোবর ২০২৩

স্ত্রীর পরকীয়ায় তছনছ মোতালেবের সংসার

ছবি: সংগৃহীত।

ফরিদপুরের সদরপুর উপজেলার ছেলে মোতালেব শেখ (৪৫)। আট বছর আগে তার সঙ্গে বিয়ে হয় পাশের  কৃষ্ণপুর ইউনিয়নের হাবিবুর রহমানের মেয়ে হাসি বেগমের (২৫) সাথে।  সাত বছরের একটি সন্তানও আছে তাদের। চার বছর প্রবাসে ছিলেন তিনি। তারপর ২০২৩ সালের জানুয়ারিতে দেশে ফিরেন মোতালেব। তিনি ঢাকার বসুন্ধরায় ডেন্টিং মিস্ত্রির কাজ নেন। স্ত্রীর পরকীয়ার কারণে তছনছ হয়ে গেছে তার সংসার।

আরও পড়ুন :বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন, আত্মহত্যার হুমকি 

অভিযোগ আছে, পরকীয়া প্রেমের টানে নিখোঁজ গৃহবধূ হাসি বেগমের কথিত মরদেহ উদ্ধারের পর জীবিত ফিরে এলেও মিথ্যা মামলায় ৭২ ঘণ্টা থানা হাজতে থাকতে হয় তার স্বামী মোতালেব শেখকে। এ ঘটনায় শুরু থেকেই তার প্রতি অবিচার করা হয়েছে। এমন অভিযোগ মোতালেব শেখের। স্ত্রী নিখোঁজের পর থানায় অভিযোগ দিতে গেলেও আমলে নেওয়া হয়নি।

স্ত্রীর কথিত মরদেহ উদ্ধারের পর তাকে শেষবারের জন্য মুখটিও দেখতে দেওয়া হয়নি। মরদেহ শনাক্তের জন্য ডেকে নিলেও তাকে আটকের পর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে বলে রিমান্ডে নিয়ে নির্যাতনের ভয় দেখানো হয়। এরপর জীবিত অবস্থায় তার স্ত্রী ফিরে এলেও তাকে না জানিয়েই শ্বশুরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তছনছ হয়ে গেছে তার সংসার। একমাত্র সন্তানকে নিয়ে উদ্বিগ্ন মোতালেব শেখ ন্যায় বিচার দাবি করেছেন।

টিএস

×