
ঘিওরের ডেরা রিসোর্ট সুইমিংপুল
চারদিকে সবুজ প্রকৃতি। ভিতরে অসাধারণ পরিবেশ। শরতের আকাশে মেঘের লুকোচুরি খেলা। যতদূর দৃষ্টি যায় সবুজ আর সবুজে চারপাশে ঘেরা। ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা দেখে সবার মন কেড়ে নেবে। প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। শিল্পের নরম ছোয়ায় চারপাশে অসংখ্য দৃষ্টিনন্দন পরিবেশ। ২০২২ সালের কোন এক স্বর্ণালী দিনে ‘ডেরা রিসোর্ট অ্যান্ড স্পার’ উদ্বোধন হয়।
সরেজমিন দেখা গেছে, স্বপ্নের ডানা মেলে পর্যটকরা হারিয়ে যায় সবুজের অভয়ারণ্যে ঘেরা, ডেরা রিসোর্টে। প্রধান ফটকে রয়েছে সিকিউরিটি রুম, ডেরা নামের বিশাল মানচিত্র। লাভলী কর্নার শপ, সাম্পান রিসিভশন কক্ষ ও সামনে সুবিশাল গাড়িপার্কিং। রিসোর্টের দ্বিতীয় সিকিউরিটি গেটের ভিতরে প্রবেশ করলেই সামনে চোখে পড়বে ডেরা লোগো বৈশিষ্ট্য সাম্পান। যা এই রিসোর্টের নামফলকের সঙ্গে সংযুক্ত।
পাঁচ তারকার পাঁচটি পতাকা উড়ছে, যা মনোমুগ্ধকর দৃশ্য। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট, একটি বড় সভাকক্ষ, সোনামনিদের খেলার জায়গা, বিলিয়ার্ড, ফুটবল, বাস্কেটবল, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, ক্রিকেট প্র্যাকটিসের সুবিধা, জিম। চোখ জুড়ানো সুইমিং পুল, ঝর্ণা, ওয়াটার পার্ক, বারবিকিউ ও জুসবার, প্লে গ্রাউন্ড, হেলিপ্যাড, মিনি জু, গ্রিন হাউস, হর্স রাইডিং, সাইকেলিং, বোটিং বিশাল লেকে নৌকা চালানো, ফিশিংয়ের ব্যবস্থা এবং বাংলাদেশের মানচিত্রের ন্যায় বিশাল লেক। লেকে নৌকা চালানোর মজাই আলাদা। ভিতরে বিছানায় দুটি সোয়ান বানিয়ে রাখা হয়েছে। বড় বেড, সাইট টেবিল, ল্যাম্প টাচ লাইট, মিনি ফ্রিজ, ইন্টারনেট, ওয়াইফাই লাইন , লকার ও কাঠের নকশায় সজ্জিত পুরো রুমটি।
ডেরা রিসোর্ট অ্যান্ড স্পার সকল তথ্যই অনলাইন থেকে সংগ্রহ করা যায়। প্যারাডো গাড়িটা নিয়ে ড্রাইভার বসে আছেন। ডেরা রিসোর্টের প্রবেশ গেট আঙিনায়। চমৎকার সুসজ্জিত রিসিভশনে একটি বুক সেলফে আছে বিভিন্ন ধরনের বই। বই পড়ার সুন্দর পরিবেশ। ওয়েলকাম ড্রিংস পান করার পরে সুন্দর আতিথেয়তা মুগ্ধ হয়ে যায়। সাম্পান রিসিভশন স্বপ্নলোকে স্বপ্নে দেখা ডেরা রিসোর্টে উন্মুক্ত বিশাল আকাশ, সবুজ অভয়ারণ্য শীতল বাতাস। প্রাণভরে নিশ্বাস নেবার চমৎকার জায়গা। সবুজ প্রকুতির মাঝে বাগি গাড়িতে চড়ে সবুজ প্রান্তরে ঘুরে বেড়াতে মন ছুয়ে যাবে।
ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা প্রায় ২শ’ বিঘা জমির উপরে অবস্থিত। চারপাশে হাজার হাজার দেশীয় প্রজাতির ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। গাছপালা বড় হলে পাখিদের জন্য তা নিরাপদ হবে। প্রকৃতিবান্ধব পর্যটনকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদীরাও। সামাজিক কর্মকা-ে এলাকাতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
ডেরা রিসোর্ট অ্যান্ড স্পার চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শেখ সাদী জানান, তিনি রিসোর্টটি নিজেই পরিচালনা করছেন। মানিকগঞ্জ তথা দেশের সাধারণ জনগণের বিনোদনের জন্য রিসোর্টটি গড়ে তুলেছেন। শিশুদের নিয়ে তিনি ভবিষ্যতে অনেক পরিকল্পনা করেছেন। ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার এবং ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা ঘিওরে এই দুটি স্থানে স্বনামধন্য রিসোর্ট হিসেবে বেশ খ্যাতিঅর্জন করেছে। তবে ভবিষ্যতে আর্থ মানবতার সেবায় আমরা কাজ করব। রিসোর্টটি নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে বলে তিনি জানান।
রামপ্রসাদ সরকার দীপু, ঘিওর, মানিকগঞ্জ