ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জাবির টিএসসি রাস্তা   কাদা-পানিতে একাকার

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৩

জাবির টিএসসি রাস্তা   কাদা-পানিতে একাকার

ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাস্তায় জমে থাকে কাদা ও ময়লা পানি

সামান্য বৃষ্টি হলেই জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাস্তায় জমে থাকে কাদা ও ময়লা পানি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কারের জন্য প্রায় চার মাস আগে অবগত করা হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ফলে বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকছে কাদা ও ময়লা পানি। এতে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রাস্তা ব্যবহারকারীরা। এ ছাড়া কাদায় পিচ্ছিল হয়ে থাকায় রিক্সা, মোটর বাইক কিংবা সাইকেল চালাতে গিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশেই ছাত্র-ছাত্রীদের প্রাণকেন্দ্র ছাত্র-শিক্ষক কেন্দ্রের অবস্থান। 
বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপ-পরিচালক নাসরিন সুলতানা বলেন, আমরা প্রকৌশল অফিসকে অনেকবার বলেছি, চিঠিও দিয়েছি। পাশাপাশি উপাচার্যকেও এটির বিষয়ে অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত এটি ঠিক করা হয়নি। রাস্তার বেহাল দশা সম্পর্কে অবগত করার চার মাস পার হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিশ^বিদ্যালয়ের প্রকৌশল অফিস। মেরামতের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম মোহাম্মদ শরীফ বলেন, আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি। এটা হিসাব করব তারপর কর্মসূচিতে যাবে। কর্তৃপক্ষের একটি মিটিং হয়। সেখানে এটি উত্থাপিত হওয়ার পর পছন্দ হলে বা অগ্রাধিকার পেলে মেরামত করা হবে। এ বিষয়ে জানতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

×