ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় আকস্মিক ঝড়ে ঘর, গাছপালা বিধ্বস্ত

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২২:১৫, ৪ সেপ্টেম্বর ২০২৩

নেত্রকোনায় আকস্মিক  ঝড়ে ঘর, গাছপালা  বিধ্বস্ত

কলমাকান্দা উপজেলায় ঝড়ে বিধ্বস্ত ঘর ও গাছপালা

অসময়ের আকস্মিক ঝড়ে কলমাকান্দা দুর্গাপুর উপজেলার শতাধিক টিনশেড ঘর এবং অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে। খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে দুই উপজেলার বিদ্যুৎ সরবরাহ। ছাড়া ঝড়ের সময় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক জেলে। রবিবার রাত পৌনে ৩টার দিকে ঘটনা ঘটে।

জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে কলমাকান্দা উপজেলার আটটি দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নের ওপর দিয়ে বৃষ্টিসহ আকস্মিক ঝড় বয়ে যায়। প্রায় ২০ মিনিটের ঝড়ে সীমান্তবর্তী দুই উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক টিনশেড কাঁচা ঘর বিধ্বস্ত হয়। ছাড়া উপড়ে পড়ে বহু গাছপালা পল্লী বিদ্যুতের খুঁটি। এতে কয়েকটি রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ছাড়া ঝড়ের পর থেকে উপজেলা দুটিতে পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় ভাদ্রের গরমে হাঁসফাঁস করছে মানুষ। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলমাকান্দা উপজেলায়। সময় কলমাকান্দা উপজেলার সোনাডুবি বিলে মাছ ধরতে গিয়ে অনিল দাস (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেল পর্যন্ত তার খোঁজ মেলেনি। দমকল বাহিনী ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) তাপস দেবনাথ বলেন, বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলেই সরবরাহ চালু করা হবে। কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার ইউএনও আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

×