ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মাছ শিকারে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারালেন জিতু 

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:২৫, ২২ জুন ২০২৩

মাছ শিকারে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারালেন জিতু 

মাছ শিকার। ছবি : জনকণ্ঠ

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মাছ শিকার করতে গিয়ে সাপের কামড়ে আব্দুল কাদির জিতু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানান চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান চৌধুরী। 

নিহত আব্দুল কাদির জিতু মিয়া সদর ইউনিয়নের গোগাউড়া গ্রামের বাসিন্দা এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে কর্মরত ছিলেন।

ইউপি চেয়ারম্যান জানান, বুধবার দিবাগত রাতে জিতু মিয়া মাছ শিকারের জন্য গর্তের ভেতরে হাত ঢুকালে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বৃহস্পতিবার সকালে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুপুরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিতু মিয়ার মৃত্যু হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×