
.
মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় ৬০ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মাগুরার ওপর দিয়ে যাতায়াতকারীদের মুগ্ধ করছে স্মৃতিসৌধটি। সম্প্রতি মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর উদ্বোধন করেন। পূর্বের স্মৃতিসৌধটি অপসারণ করে সেখানে এই নতুন দৃষ্টিনন্দন স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে।
নতুন দৃষ্টিনন্দন সুন্দর স্মৃতিসৌধ সকলের দৃষ্টি কাঁড়ছে। মাগুরার ওপর দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের যাত্রীরা সকলের চোখে পড়ছে। বহু মানুষ এই দৃষ্টিনন্দন স্মৃতিসৌধটি দেখতে ভিড় করছেন। ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা শহরের ভায়নার মোড়ে জেলা পরিষদের অর্থায়নে এবং মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের এ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে।