ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিসি নির্বাচনে দশ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ২২:০১, ২ জুন ২০২৩

বিসিসি নির্বাচনে দশ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা

প্রতীকী ছবি।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটেরদিন দশ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


শুক্রবার (২ মে) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখানে সাত প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
তবে আমরা আরও অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য চিঠি প্রেরণ করেছি।

জেলা প্রশাসক আরও বলেন, মনোনয়নপত্র দাখিল কার্যক্রমের সময় আমাদের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য ৩০টি ওয়ার্ডে মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করছে। পাশাপাশি
নির্বাচনকালীন তিনদিনের জন্য ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং অতিরিক্ত আরও ১০ জন ম্যাজিস্ট্রেট বিজিবির সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত বরিশালে আইন-শৃঙ্খলার অবস্থা অনেক ভালো রয়েছে এবং এ অবস্থাটি শেষসময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিশ্বাস করছি।

এমএম

×