ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্যহাতির তান্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

সংবাদদাতা,  নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ২০:৫৯, ২ জুন ২০২৩

বন্যহাতির তান্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

শেরপুরের নালিতাবাড়িতে হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ঘর

নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘরবাড়ি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় বন্যহাতির দল রাতব্যাপী তান্ডব চালিয়ে এই ক্ষতি সাধন করে। সূত্র জানায়, গারো পাহাড়ের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত প্রায় ৪০/৪৫টি বন্যহাতির দল তান্ডব চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার মধুটিলা ইকোপার্কের পার্শ্ববর্তী বুরুঙ্গা কালাপানি এলাকায় তান্ডব চালিয়ে জসিম উদ্দিনের বসতঘর ও রান্নাঘর ভেঙে তছনছ করে।  

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যদি থানায় সাধারণ ডায়েরি করার পর বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করেন তাহলে সরকারিভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, সীমান্ত এলাকায় বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে বন্যহাতির দ্বারা ফসলের ক্ষতিগ্রস্ত কৃষক, আহত ও নিহত পরিবারকে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। তাই তিনি বন্যহাতিকে উত্ত্যক্ত না করার আহ্বান জানান।  

×