ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

ফতুল্লায় দুটি অবৈধ ইটভাঁটিতে ভ্রাম্যমান আদালতে অভিযান

 স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ২৮ মে ২০২৩

ফতুল্লায় দুটি অবৈধ ইটভাঁটিতে ভ্রাম্যমান আদালতে অভিযান

ভ্রাম্যমান আদালত

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে দুটি অবৈধ ইটভাঁটিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও এক্সাভেটর দিয়ে ইটভাঁটি দুটির কিলন সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ অভিযান চালায়। 

ইটভাঁটিগুলো হলো- মেসার্স জাফর ব্রিক ফিল্ড ও মেসার্স মা ব্রিক ফিল্ড। রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, ইটভাঁটিগুলো পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে উক্ত ইটভাঁটিায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক ইটভাঁটিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহীদ। 
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×