ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক নির্মাণ কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কবে?

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২২:৩১, ২৫ মে ২০২৩

সড়ক নির্মাণ কর্তৃপক্ষের  ঘুম ভাঙবে  কবে?

জেলা শহরের শিবগঞ্জ সড়ক

পিচের প্রলেপ উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। দিন দিন এসব খানাখন্দ পুকুরের আকার ধারণ করেছে। তাতে প্রতিদিন উল্টে পড়ছে যানবাহন। মানুষজন আহত হচ্ছেন। কাদাপানি ছিটকে কাপড়চোপড় নষ্ট হচ্ছে। কিন্তু রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের যেন ঘুম ভাঙছে না। নেত্রকোনা শহরের ইসলামপুর মোড় থেকে শিবগঞ্জ এলাকার স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কে (শিবগঞ্জ সড়ক) বিরাজ করছে এমন বেহাল অবস্থা। তাও আবার একদিন-দুদিন ধরে নয়, অন্তত তিন বছর ধরে।

সড়ক দিয়েই স্কুল-কলেজে যায়। কিন্তু ভগ্নদশার কারণে শহরের কোনো রিক্সা বা অটোরিক্সার চালক সড়কে আসতে চায় না। হেঁটে চলতে হয়। এর ফলে মালামাল নিয়ে বিপাকে পড়তে হয়। আবার জুতা পায়েও হাঁটা যায় না। গর্তগুলোতে প্রায় সময় যানবাহন উল্টে বা আটকে পড়ে। এতে অনেকেই আহত হন। যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

ব্যাপারে জানতে চাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ বলেন, ‘পুরো সড়কটাই খারাপ হয়ে গেছে। আগামী বছর এটি সংস্কার করা হবে। তবে আপাতত কিছু খোয়াবালি ফেলে চলাচলের উপযোগী করে দেওয়ার চেষ্টা করব।

×