ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদজামাত যেখানে যখন

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৯, ২০ এপ্রিল ২০২৩

ঈদজামাত যেখানে যখন

কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ঈদুল ফিতরের প্রধান জামাতস্থল সার্কিট হাউস ময়দান পরিদর্শন করছেন

আজ চাঁদ দেখা গেলে কাল সারাদেশে পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর। অনুষ্ঠিত হবে ঈদ জামাত। জামাত কোথায়, কখন অনুষ্ঠিত হবে জানিয়েছেন স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা।

খুলনা
ঈদুল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর সার্কিট হাউস ময়দানে। ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন জেলা মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। 
এছাড়া নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলীয়া মাদ্রাসা, বায়তুশ শরফ জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, জেলা পুলিশ লাইন্স ময়দান, ডাকবাংলো জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদ, মতি মসজিদ, মদনি মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, জামাতখানা মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দাদা ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, খুলনা পুলিশ লাইন্স গ্লাক্সো জামে মসজিদ, জাহাননগর জামে মসজিদ, টুটপাড়া মেইন রোড জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, মক্কী মসজিদ, আল হেরা জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, কাগজীবাড়ি মসজিদ, বাইতুন আমান জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, টুটপাড়া মরিয়ম মসজিদ, বড়মির্জাপুর ইউছুফিয়া জামে মসজিদ, হেলাতলা জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, বয়রা জামে মসজিদ, বয়রা মদিনাবাগ জামে মসজিদ, রায়ের মহল প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ, ফায়ার ব্রিগেড ময়দান, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি বিএল কলেজ জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একইভাবে উপজেলা পর্যায়েও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

রাজশাহী
রাজশাহীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম (রহ) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম (রহ) দরগা জামে মসজিদে। আর সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দ্বিতীয় প্রধান জামাতও অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া)। বৃষ্টি হলে একই সময়ে টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরো পয়েন্টে। এখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

রংপুর
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর  জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক  কেন্দ্রে দুই পর্বে সকাল সাড়ে ৮টায় এবং সকাল ৯টায় ওই জামাত অনুষ্ঠিত হবে। এ বছর রংপুর মহানগরীর ৭৫টিসহ  জেলার প্রায় ১ হাজার ২০০ ঈদগাহ মাঠে জামাত আদায় করবেন মুসল্লিরা।
এদিকে এই অঞ্চলের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় দামোদরপুর বড় ময়দান মাঠে এবং গঙ্গাচড়ার তালুক হাবু ঈদগাহ মাঠে। অন্যদিকে নগরীর মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, হজরত মাওলানা  কেরামত আলী (রহ.) মাজার সংলগ্ন  কেরামতিয়া মসজিদে সকাল সাড়ে ৯টায়, ম-লপাড়া বড় ঈদগাহ ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহে ৯টায়, বদরগঞ্জ চান্দামারি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পীরগাছা  জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া  কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ  চৌপথী ঈদগাহ, পীরগঞ্জ  কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ  কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর  মেডিক্যাল কলেজ  কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুমা মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধাপ স্টাফ  কোয়ার্টার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট  কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুড়িরহাট মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
এদিকে সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ৫০টি ঈদগাহে নামাজ আদায় হবে সকাল সাড়ে ৭টা  থেকে সকাল ১০টা পর্যন্ত।

ঝিনাইদহ
ঝিনাইদহ উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে যথাসময়ে কেন্দ্রীয় জামে মসজিদ ও কালেক্টরেট মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এই দুই ঈদ জামাতের সঙ্গে সমন্বয় করে ঝিনাইদহের অন্যান্য ইদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

মাগুরা
প্রধান জামাত অনুষ্ঠিত হবে মাগুরা শহরের নোমানী ময়দানে সকাল ৮টায়। এছাড়া সকাল সাড়ে আটটায় শহরতলীর দোয়ারপাড় পশ্চিমপাড়া মিয়াবাড়ি জামে মসজিদে, শ্রীপুরের হোগলডাঙ্গা পূর্বপাড়া ঈদগা মাঠে, সকাল ৯ টায় হোগলডাঙ্গা পশ্চিমপাড়া ঈদগা মাঠে, জোকা ঈদগা মাঠে, পলাশবাড়ীয়া ঈদগা মাঠে, বেথরী ঈদগা মাঠে, তালখড়ি মাঠে, নাঘোষা ঈদগা মাঠে, কুমরুল ঈদগা, বাবুখালী ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ
পৌরসভা পরিচালিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া পৌরসভা পরিচালিত মালশাপাড়া কবরস্থান মাঠে সকাল ৯টা, রহমতগঞ্জ সুতাকল মাঠ, চররায়পুর এবং আমলাপাড়া ঈদগাহ মাঠে জামাত সকাল সাড়ে ৯টায় এবং পুলিশ লাইনস মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল
নগরীর বান্দ রোডস্থ কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে নগরীর মুসলিম গোরস্তান রোডস্থ আঞ্জুমান-ই হেমায়েত ইসলাম মাঠে। এছাড়া নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 
বরিশাল সদর উপজেলার চরমোনাই ময়দানে সকাল সাড়ে আটটায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও নেছারাবাদ দরবার শরীফে সকাল আটটায় ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে।

বগুড়া
ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহে সকাল ন’টায়। নগরীর ঠনঠনিয়া ঈদগাহে সকাল সাড়ে ন’টায়, সুলতানগঞ্জপাড়া ঈদগায় সকাল সাড়ে ন’টায়। আটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহে সকাল সাড়ে ন’টায় ঈদের জামাত হবে। এ ছাড়াও চেলোপাড়া ঈদগাহ,সাবগ্রাম ঈদগাহ, ফুলতলা ঈদগাহ, চকসূত্রাপুর ঈদগাহ, গোকুল ঈদগাহ, ফুলবাড়ি ঈদগাহে সকাল ন’টা থেকে সাড়ে ন’টার মধ্যে ঈদের জামাত হবে। নগরীর কয়েকটি মাঠে ঈদের জামাত হবে। এগুলোর মধ্যে রয়েছে-করোনেশন স্কুল ও কলেজ মাঠ,সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠ,আলতাফুন্নেছা খেলার মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন্স ময়দান। জেলা তথ্য অফিস জানিয়েছে প্রতিকূল আবহাওয়ায় (ঝড় বৃষ্টি) ঈদের জামাত হবে সকাল সাড়ে ন’টায় কেন্দ্রীয় জামে মসজিদ,বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, সেউজগাড়ি মার্কাস মসজিদ ও কালেক্টরেট মসজিদে।

লালমনিরহাট
জেলা সদরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগা মাঠে। এখানে দুই দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন সূত্র মতে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

নীলফামারী
ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জেলা শহরের বড় মাঠ কেন্দ্রীয় ঈদগা ময়দানে। একই সময় মোড়লের ডাঙ্গায় মডেল মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে জেলার প্রথম নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ও মুন্সিপাড়া আহলে হাদিস মসজিদে। এছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে সার্কিট হাউস ঈদগা মাঠ ও শহরের বাড়াইপাড়া মসজিদ ঈদগা ময়দানে। সকাল ৯টা ১৫ মিনিটে গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগা মাঠ এবং ধনীপাড়া ঈদগা, জোড় দরগা ঈদগা ও কলেজ স্টেশন ঈদগা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলাগুলোর প্রধান ঈদগা মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে প্রতি বছরের ন্যায় এবারো জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবদীগঞ্জ ঈদগা মাঠে।

নারায়ণগঞ্জ
নগরীর মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স ঈদগা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বন্দর উপজেলার নবীগঞ্জ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় ও কদমরসুল দরগা শরীফে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনু্িষ্ঠত হবে। সোনারগাঁও উপজেলা ঈদগা ময়দানে সকাল ৮টায়, মরিশটেক কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাদিপুর নানাখি ঈদগা ময়দানে সকাল সাড়ে ৭টায় ও বড়গাঁও চেয়ারম্যানপাড়া কবরস্থান ঈদগা মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও আড়াইহাজার পৌরসভা শাহী ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, উপজেলার সাত কল্যাণদি ঈদগা মাঠে সকাল ৯টায় ও সদাসদি ঈদগা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনু্িষ্ঠত হবে।

×