
হাবিবুর রহমান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
হাবিবুর রহমান সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ছিলেন। ২০১৭ সালে তিনি বরিশালের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস ১৫তম প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
ফজলু