ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে লাঞ্ছিত অতঃপর জেল

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ মার্চ ২০২৩

স্কুলছাত্রীকে লাঞ্ছিত অতঃপর জেল

বখাটে যুবক ফয়সাল মোল্লা

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এক স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করার অপরাধে বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ফয়সাল মোল্লা (২৫) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। ফয়সাল মোল্লা একই এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এন্তাজদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করতো ফয়সাল মোল্লা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভেতরে ঢুকে বখাটে ফয়সাল ওই ছাত্রীকে উত্যক্ত করছিল। স্কুলছাত্রী এর প্রতিবাদ করলে বখাটে ফয়সাল ওই ছাত্রীর গালে চড় মারে। 

এসময় সে চিৎকার করলে বিদ্যালের শিক্ষকসহ অন্যরা এসে বখাটে ফয়সালকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফয়সাল মেল্লাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।
ওই শিক্ষাথী বলেন, ‘ফয়সাল বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায়ই আমাকে উত্যক্ত করতো। আজ (বৃহস্পতিবার) বিদ্যালয়ের ভেতরে ঢুকে আমার গায়ে হাত তুলেছে। ভ্রাম্যমাণ আদালত তার বিচার করায় আমরা খুশি হয়েছি।’ 

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বখাটে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছি।’

এমএস

×