ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাজারের দরবেশ ছদ্মবেশে হেরোইন পাচার

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৭:০৪, ৩০ মার্চ ২০২৩

মাজারের দরবেশ ছদ্মবেশে হেরোইন পাচার

দরবেশ ছদ্মবেশ ধারণকারী শফি ফকির 

মাজারের দরবেশ সেজে এবার হেরোইন পাচারের সময় রাজশাহী র‌্যাবের হাতে ধরা পড়েছে শফি ফকির (৩২) নামের এক মাদক কারবারী। এ মাদক কারবারীর ঠিকানা খুলনায়। তবে মাজার শরীফের দরবেশের ছদ্মবেশে নিয়মিত যাতায়াত করতেন রাজশাহীতে। এভাবেই রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারত থেকে আসা হেরোইন সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাচার করতেন।

অবশেষে ৭৬ লাখ টাকা মূল্যের ৭৬১ গ্রাম হেরোইন পাচারের সময় ওই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাবের চাপাইনবাবগঞ্জ ক্যাম্পোর সদস্যরা। 

বৃহস্পতিবার সকালে র‌্যাব রাজশাহীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাইপাস মোড় থেকে বুধবার সন্ধ্যায় রাজশাহীগামী অটোরিকশা থেকে হেরোইনসহ হাতেনাতে শফি ফকির নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শফি ফকির খুলনা সদর উপজেলার আশরাফুল মামুর এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, লাল পোশাক পরে মাজারের দরবেশের ছদ্মবেশে রাজশাহীর অলি ফকিরের মাজারে নিয়মিত যাতায়াত করে শফি। বুধবার বিকেলে গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ফেরার পথে র‌্যাবের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

এমএস

×