ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে এক কিশোরীর আত্মহত্যা 

প্রকাশিত: ১২:৫৪, ২৯ মার্চ ২০২৩

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে এক কিশোরীর আত্মহত্যা 

স্বজনদের আহাজারি 

পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের শিলা আক্তার (১৬) নামের এক কিশোরী গ্যাস ট্যাবলেট গেয়ে আত্মহত্যা করছেন। 

বুধবার (২৯ মার্চ) ভোর রাতে কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের এঘটনা ঘটে। সাঘাটা থানার ( ডিউটি অফিসার) এসআই শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আপেল মাহমুদের সাথে কচুয়া ইউনিয়নের চন্দনপাট গামের শহিদুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে শিলা আক্তারের সাথে বছর তিন আগে বিবাহ হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দিতে বাধ্য হয়। কম বয়সে বিবাহের ফলে সংসারে বিভিন্ন কাজ কর্ম নিয়ে পারিবারিক দ্বন্দ্বের ফলে কিছু দিন আগে তালাক হয় । তালাকের পর থেকে বাবার বাড়ি থেকেও মানসিক নির্যাতন শুরু হয় । 

এসব নির্যাতন সহ্য করতে না পেরে  বুধবার (২৯ মার্চ) ভোর রাতে গ্যাস নিরাময় ট্যাবলেট খেয়ে নিজ ঘরের শয়ন কক্ষে আত্মহত্যা করে। সকালের পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

সাঘাটা থানার ( ডিউটি অফিসার) এসআই শাজাহান আলী জানান, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ হয়েছে। ওসি স্যার সরেজমিনে বিষয়টি  তদন্ত করবেন। 
 

টিএস

×