ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে প্রায় ৪ শ’বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও

প্রকাশিত: ১৫:৩৬, ২৬ মার্চ ২০২৩

গফরগাঁওয়ে প্রায় ৪ শ’বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত প্রায় ৪ শ’বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে ৫শ’ টাকা করে দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছলিমুল্লাহ মোস্তফা, আলতাফ হোসেন রানা, গফরগাঁও থানার ওসি মোঃ ফারুক আহম্মেদ, সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন। 

সংবর্ধনাতে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আমরা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছি। ঘর পেয়েছি, অর্থ পাচ্ছি, আমরা চাই বারবার শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসুক। মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার যা করছে শেখ হাসিনা সরকারের আগে কেউ তা করেনি। 


 

টিএস

×