
নিহত মাসুদ
মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৯ জনের মধ্যে মুকসুদপুরের এক যুবকের পরিচয় পাওয়া গেছে। সে ঢাকা আগারপাও পাসপোর্ট অফিসের পাশে একটি কম্পিউটারের দোকোনের কর্মী।
এই সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুরের মাসুদ খান (৩০) এর মৃত্যুতে তার গ্রামের বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের আদমপুরে চলছে শোকের মাতম। পরিবারের সব চেয়ে ছোট ছেলে হওয়ায় তার পরিবারের সদস্যরা সন্তান হারিয়ে পাগল প্রায়। নিহত মাসুদ খান আদমপুর গ্রামের আঞ্জু খানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মাসুদ খানের মা সুফিয়া বেগম আদরের ছোট সন্তানকে হারিয়ে পাগল প্রায়। এসময় তিনি কান্না জড়িত কন্ঠে জানান, আমার ৩ ছেলে ২ মেয়ের মধ্যে সব চাইতে ছোট ছেলে মাসুদ। এমএ পাস করে ঢাকা পাসর্পোট অফিসের সামনে একটি দোকানে অনলাইনের কাজ করে। প্রতি বৃহস্পতিবারে বাড়িতে আসে আমাকে দেখার জন্য। আজকে বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলো। যাওয়ার সময় বলে গেছে মা আগামী সপ্তাহে বাড়িতে আসার সময় রোজার বাজার করে নিয়ে আসবো। আমার সন্তান কী রোজার বাজার নিয়ে আর আসবে না।
টিএস