ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কম দামে চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

গফরগাঁওয়ে ৩০ টাকা কেজি চাল কিনতে ডিলারের দোকানে দীর্ঘ লাইন 

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও

প্রকাশিত: ১৫:১০, ১৯ মার্চ ২০২৩

গফরগাঁওয়ে ৩০ টাকা কেজি চাল কিনতে ডিলারের দোকানে দীর্ঘ লাইন 

দীর্ঘ লাইন

১৯ মার্চ ঃ খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় (ওএমএস) সারাদেশে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রম চলছে। সারা দেশের ন্যায় গফরগাঁওয়েও ৩০ টাকা কেজি দরে চাল, ১৮ টাকা কেজিতে আটা বিক্রি করছেন ডিলাররা। কর্মসূচীর আওতায় টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারছেন। কম দামে চাল কিনতে পেয়ে নিম্ন আয়ের মানুষ খুশি। 

জানা যায়, ৩০ টাকা কেজি দরে ১৫ দিন পর পর ৫ কেজি করে চাল কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষরা। তবে যাদের টিসিবি কার্ড নেই তাদের এনআইডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেওয়া হচ্ছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে বাজারের চেয়ে কম দামে ৩০ টাকা কেজি দরে চাল কিনতে দেখা যায় নিম্ন আয়ের মানুষদের। 
রবিবার সকালে উপজেলার শিবগঞ্জ রোড, মধ্যবাজার, পাটমল মোড় এলাকায় ৪টি ডিলারের দোকানে প্রত্যেকটিতেই নিম্ন আয়ের মানুষদের দীর্ঘ লাইন। 

৩০ টাকা কেজি দরে চাল কিনতে আসা নাদিরা আক্তার (৪৮), শান্তা (৩০), রেখা (৪৫), রবিকুল ইসলাম (৭০) জনকণ্ঠকে বলেন, বর্তমানে বাজারে ৫০-৬০ টাকা কেজির নিচে চাল যাচ্ছে না। চাল কিনব না অন্য বাজার করব সেই চিন্তাই বিপদে আছি। এই সময়ে শেখ হাসিনা সরকার আমাদের জন্য ৩০ টাকা দরে চাল কিনে খাওয়ার ব্যবস্থা করে দেওয়ায় আমরা অনেক খুশি। এর আগে কোনো সরকারেই এরকম ব্যবস্থা করে নাই। আমরা চাই সব সময় শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকুক। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান জনকণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগে উপজেলার ৪টি স্থানে প্রতিদিন নিম্ন আয়ের মানুষদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল কিনার ব্যবস্থা করে দিয়েছেন। টিসিবির কার্ডধারী ছাড়াও নিম্ন  আয়ের মানুষ ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে মাস ব্যাপী চাল কিনতে পারবে।


 

টিএস

×