ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

 বকশীগঞ্জে পাউবোর নাম ভাঙিয়ে সরকারি বিল থেকে বালু উত্তোলন

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ২২:১৩, ১৮ মার্চ ২০২৩

 বকশীগঞ্জে পাউবোর নাম ভাঙিয়ে  সরকারি বিল থেকে  বালু উত্তোলন

বকশীগঞ্জ উপজেলার সরকারি কুকড়া বিল থেকে এভাবেই বালু উত্তোলন করা হচ্ছে

বকশীগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের নাম ভাঙিয়ে সরকারি কুকড়া বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহাৎসব চলছে। তবে বালু উত্তোলনের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবারও বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের কুকড়া বিলে ছয়টি ভেকু মেশিন দুটি ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। সেখান থেকে অন্তত ৭০টি ট্রাকে করে বালু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাঁটিতে। ছাড়া ড্রেজারে কাটা মাটি টাকার বিনিময়ে বিক্রি করে বিভিন্ন বসতবাড়ি, পুকুর ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি গাড়ির বালু ১২শ টাকা করে বিক্রি করা হয়। মাটি উত্তোলনের ফলে পাশের কৃষি জমিগুলো হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা কমল মিয়া জানান, বালু উত্তোলনকারীরা ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে এসব মাটি উত্তোলন করে আসছে। তাদের বিরুদ্ধে কথা বললেই নানা ধরনের হুমকি দেয়। বালু উত্তোলনের সঙ্গে জড়িত স্থানীয় আব্দুর রহিম নজরুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি সাপেক্ষে এখানে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বকশীগঞ্জের কুকড়া বিলে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্প নেই। যারা বালি উত্তোলন করছেন তারা সম্পূর্ণ অবৈধভাবে কাজটি করছেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×