ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশের সাঁকো ২০ গ্রামের মানুষের ভরসা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

প্রকাশিত: ০১:১৭, ১৬ মার্চ ২০২৩

বাঁশের সাঁকো ২০ গ্রামের মানুষের ভরসা

বিশ্বনাথের আশুগঞ্জ বাজারের পাশে খাজাঞ্চি নদীর সাঁকো

সিলেটের বিশ্বনাথে একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ২০ গ্রামের মানুষ। আশুগঞ্জ বাজারের পাশে খাজাঞ্চি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হলে দুই পারের মানুষের ভোগান্তি লাঘব হতো। এলাকাবাসী দীর্ঘদিন যাবত এই স্থানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। বছরের পর বছর পেরিয়ে গেলেও স্বপ্নের সেই ব্রিজটি নির্মাণের কোনো পদক্ষেপ নেই।  জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ। ফলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবির কথা জানিয়ে আসছেন দীর্ঘদিন থেকে।  কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।

×