
খালের কচুরিপানা
উপজেলার লোন্দা গ্রামের একটি খালের কচুরিপানার নিচ থেকে শ্রমিক দোলন গাজীর (২৬) মরদেহ পুলিশ বুধবার দুপুরে উদ্ধার করেছে। দোলন তিন দিন ধরে নিখোঁজ ছিল। তিনি নির্মাণাধীন আরপিসিএল এর বিদ্যুত প্লান্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দোলনের বাড়ি লোন্দা গ্রামে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জন কে আটক করা হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
টিএস