
ইটভাঁটিতে এভাবেই কাঠ পোড়ানো হচ্ছে
মির্জাপুরে নির্বিঘ্নে কাঠ পুড়িয়ে ইট বানানো হচ্ছে। বিভিন্ন ফলদ গাছ কেটে দীর্ঘদিন যাবৎ এভাবে কাঠ পুড়িয়ে ইট বানানো হলেও স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরে আসছে না বিষয়টি। ইটভাঁটির অনুমোদন আছে কিনা জানতে চাইলে ইটভাঁটির মালিক আশিকুর রহমান খান ইউসুফজাই রাজীব চৌধুরী বলেন, অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা আছে। কয়লার উচ্চমূল্যের কারণে কিছু কাঠ পোড়ানো হচ্ছে বলে তিনি জানান। মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, কড়াইল গ্রামে গড়ে ওঠা ইটভাঁটিটি সার্বিকভাবে এলাকার ক্ষতি করছে। ফসল পরিবেশ এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করছে। দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে ইট পোড়ানো হলেও প্রশাসন ও পরিবেশ বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তিনি জানান। টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো তথ্যের প্রয়োজন হলে অফিসে আসবেন। তবে কোনো ইটভাঁটিতে কাঠ পোড়ালে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।