ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় ২০ লাখ  টাকার জাল নোটসহ  গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৪৯, ২ মার্চ ২০২৩

লোহাগাড়ায় ২০ লাখ  টাকার জাল নোটসহ  গ্রেপ্তার ২

লোহাগাড়ায় জালনোটসহ আটক দুই পাচারকারী

রমজান সামনে রেখে মাঠে নেমে পড়েছে জাল টাকার কারবারিরা। রোজা এবং ঈদ দুটোই বড় ধরনের খরচের পর্ব সাধারণ মানুষের। আর এ সময়ের মধ্যে তৎপর থাকে জালিয়াত চক্র। বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার জাল নোট। এ অভিযানে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বাসের আটক দুই যাত্রী হলো রুবেল (৩২) ও ওমর আলীর (৫০)। তাদের ব্যাগে পাওয়া যায় ২০ লাখ টাকা, যার সবই জাল।

×