
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শিতারামপুর এলাকার তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নবীনগর থেকে যাত্রীবাহী নৌকাটি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘নৌকাডুবির পর মাঝিসহ সবাই পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
এমএইচ