ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

ধামরাইয়ে তিন ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ২০:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ধামরাইয়ে তিন ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

ইটভাটায় অভিযান। ছবি: জনকণ্ঠ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ডিসি অফিসের লাইসেন্স না থাকায় তিন ইটভাটা ১২ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি ) উপজেলার ডাউটিয়া,কালামপুর ও গোপালকৃষ্ণপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ হাই জকী'র নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানকৃত তিনটি ইটভাটার মধ্যে উপজেলার ডাউটিয়া এলাকার হাজী ব্রিকসের চুল্লি ও চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপর দুটি ইটভাটা কালামপুর এলাকায় অবস্থিত মার্ক ব্রিকস ও গোপালকুষ্ণপুর এলাকায় অবস্থিত জিএসবি ব্রিকস উভয়কে ৫ লাখ টাকা করে জরিমানা এবং ইটভাটার আংশিক ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। তিনটি ইটভাটার মালিককে ১২ লাখর টাকা আর্থিক জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটাগুলোর পরিবেশের ছাড়পত্র ও ডিসি অফিসের লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে ইটভাটাগুলোর মালিককে আর্থিক জরিমানা করা হয়।

অনুমিতবিহীন ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×