
মানচিত্র
রাজশাহীর চারঘাটে পিকনিক পাটির বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সড়ক পারাপারের সময় বানেশ্বর-চারঘাট মহাসড়কের খুদির বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম তোফাজ্জল হোসেন (৬৫)। তার বাড়ি উপজেলার ইউসুফপুর এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, তোফাজ্জল হোসেন সকালে সাইকেলযোগে পাশের গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। মহাসড়কের খুদির বটতলা নামক স্থানে পৌছলে বানেশ্বর থেকে চারঘাট অভিমুখী একটি পিকনিকের বাস তোফাজ্জল হেসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথা থেতলে মারা যান।
এ সময় স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে। পরে থানা পুলিশ বাসটি থানায় নিয়ে যায়।
এসআর