ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামের স্কুলের সফলতার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

প্রকাশিত: ২০:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩

গ্রামের স্কুলের সফলতার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

মেয়র মো. আতিকুল ইসলাম।

গ্রামের একটি স্কুলের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মেয়র আতিক বলেন, গ্রামের একটি স্কুলের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। লালপুর গ্রামের এই স্কুলটি শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে চলেছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের শিক্ষার্থীর ভালো করছে। 

ডিএনসিসি মেয়র বলেন, দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরও উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।


 

এমএম

×