ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অশান্ত পাহাড়ে এখন জঙ্গিরা ট্রেনিং নিচ্ছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৩

অশান্ত পাহাড়ে এখন জঙ্গিরা ট্রেনিং নিচ্ছে ॥ মেনন

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে মঙ্গলবার আবারও আন্দোলন শুরু করে চবি চারুকলার শিক্ষার্থীরা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বর্তমানে অশান্ত। পাহাড়ে অশান্তিকে ঘিরে চট্টগ্রাম ও সারাদেশের অশান্তি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সেখানে এখন জঙ্গি মৌলবাদীরা সশস্ত্র ট্রেনিং নিচ্ছে। শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর জেলা পরিষদ চত্বরে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ আয়োজন করে সংহতি সমাবেশের। সেখানে রাশেদ খান মেনন বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই শান্তি প্রক্রিয়া আমরা শুরু করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজ আমি উদ্বিগ্ন। এই পাহাড় এখন অশান্ত।

×