
ম্যাপে বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে নিখোঁজের সাতদিন পর মাছের ঘের থেকে অনিক অধিকারী নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের পতিত অধিকারীর মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অনিক অধিকারী একই গ্রামের আকুল অধিকারীর ছেলে। গত ২২ জানুয়ারি সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিলো।
জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, ঐ মাছের ঘেরে অনিক অধিকারীর লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা ফকিরহাট থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। অনিক কলেজে পড়াশুনার পাশাপাশি একটি মাছের আড়তে কাজ করত।
টিএস