
মৃত হরিণ
ভোলায় বিচ্ছিন্ন একটি চরে কুকুরের কামড়ে একটি হরিণের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটে ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন বাসন ভাঙা চরে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালের দিকে মৃত হরিণটিকে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়। মৃত হরিণটির ওজন ছিলো প্রায় ৫০ কেজি।
শশীগঞ্জ বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার দুপুরের দিকে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন বাসন ভাঙা চরে কুকুরের আক্রমণে আহত হয় একটি হরিণ। আহত হরিণটিকে স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে তারা আহত হরিণটিকে চিকিৎসার জন্য উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পাদ অধিদপ্তরের নিয়ে আসলে কর্তব্যরত ভেটেরিনারি ডাক্তার হরিণটিকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম জানান,হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। তবে হরিণটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরে হরিণটিকে শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়।
এসআর