ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দীর্ঘ ১৬ বছর পর বাগেরহাটে যুবলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ২০:৩১, ২৬ জানুয়ারি ২০২৩

দীর্ঘ ১৬ বছর পর বাগেরহাটে যুবলীগের সম্মেলন

সভাপতি নাসির, সম্পাদক জেমস

বাগেরহাটে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যুবলীগের সম্মেলন হয়েছে। বুধবার বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। 

বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্টিত জেলা যুবলীগের এ সম্মেলনে প্রধান অতিথি বঙ্গবন্ধুর ভ্রাতুষপূত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও প্রধান বক্তা ছিলেন, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

দ্বিতীয় অধিবেশন শেষে রাত ৯ টার দিকে সরদার নাসির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।

এমএস

×