ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোংলায় বন্দরে ৫’শ টন সারবোঝাই কার্গো জাহাজ ডুবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৪:৫৩, ২৫ জানুয়ারি ২০২৩

মোংলায় বন্দরে ৫’শ টন সারবোঝাই কার্গো জাহাজ ডুবি

কার্গো জাহাজ ডুবি

বাগেরহাটের মোংলায় পশুর চ্যানেলে বিদেশি জাহাজ ধাক্কা দিয়ে সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে। মঙ্গলবার গভীর রাতে হাড়বাড়িয়া এলাকায় প্রায় এমভি শাহজালাল এক্সপ্রেস নামে ৫০০ টন সার (এমওপি) বোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ৮ স্টাফকে রাতেই কোর্স্টগার্ড উদ্ধার করেছে। 

বুধবার (২৫ জানুয়ারী) সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিং করেছে হারবার বিভাগের একটি টিম। ডুবে যাওয়া কার্গোটির ফিটনেস সার্টিফিকেট আছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ টন সার (এমওপি) বোঝাই করে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস খুলনার শিরোমনির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে ৮ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পেছনে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে কার্গোটি ডুবে যায়। ডুবে যাওয়া কার্গোর ৮ স্টাফকে রাতেই উদ্ধার করেছে কোস্ট গার্ড।

ক্যাপ্টেন শাহীন মজিদ এর ভাষায়, জাহাজ ডুবলেও চ্যানেল সচল রয়েছে। চ্যানেলে কোন সমস্যা নেই। জাহাজটি ডোবার খবর পেয়ে জাহাজের মালিক পক্ষকে বিষয়টি জানানো হয়েছে। মালিক পক্ষ জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন। বন্দরের নিয়ম অনুযায়ী জাহাজ অপসারণের জন্য মালিকপক্ষ ১৫ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে তারা উদ্ধারে ব্যর্থ হলে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

জাহাজে থাকা সার পানি দ্রবভূত হলে পরিবেশ বিপর্যয় ঘটবে কিনা এমন প্রশ্নে হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, আসলে সার একটি দ্রবনীয় পন্য। পানির স্পর্শে আসলে এটি দ্রবভূত হবেই। মালিক পক্ষ ঘটনাস্থলে পৌছানোর পর বোঝা যাবে আসলে কি অবস্থায় রয়েছে।

ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি শাহাজালাল এক্সপ্রেস মালিক ভাই ভাই শিপিং নাইন নামের একটি কোম্পানি। লাইবেরিয়ার পতাকাবাহী সারবাহী বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলম্পিক গেল ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেঃ টন সার নিয়ে মোংলা বন্দর চ্যানেলে বহিনঙ্গোর সুন্দরিকোঠা-১ এলাকায় আগমন করে।

বিদেশি জাহাজ এমভি ভিটা অলিম্পিক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের খুলনার ম্যানেজার মিজানুর রহমান বলেন, ভিটা অলিম্পিক জাহাজ থেকে প্রায় ৫০০ টন সার নিয়ে খুলনায় যাওয়ার পথে কার্গো এমভি শাহজালাল এক্সপ্রেস বিদেশি জাহাজের পেছনে ধাক্কা লেগে ডুবে যায়।

সার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, পশুর চ্যানেলের সুন্দরবনের অভ্যন্তরে সারবোঝাই নৌযান ডুবিতে জলজপ্রাণীর ক্ষতি হতে পারে। অপরদিকে বিভিন্ন সময়ে ডুবন্ত নৌযান উত্তোলনে বিলম্ব হওয়ায় চ্যানেলে পলি পড়ে নাব্য সংকটের ঝুঁকি বাড়ছে।

টিএস

×